হোম > ছাপা সংস্করণ

হবিগঞ্জে ৬৩ বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস

হবিগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের ৬৩ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন ‘বীর নিবাস’। জেলার আটটি উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য একতলা বিশিষ্ট এই বাড়িগুলো নির্মাণ করে দিচ্ছে সরকার।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে হবিগঞ্জে ৬৩ জন মুক্তিযোদ্ধাকে এই বাড়ি উপহার দেওয়া হবে। ৬৩টি বাড়িই নির্মাণাধীন রয়েছে। বাড়িগুলোর নাম দেওয়া হয়েছে ‘বীর নিবাস’।

একেকটি ‘বীর নিবাস’ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ টাকা।

৬৩টি বাড়ির মধ্যে আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি, বানিয়াচংয়ে আটটি, নবীগঞ্জে ১০ টি, বাহুবলে আটটি, চুনারুঘাটে চারটি, সদরে সাতটি, লাখাইয়ে ১২টি ও মাধবপুর উপজেলায় ১১ টি। এরই মধ্যে ঘরগুলোর কাজ প্রায় ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, চলমান ‘বীর নিবাস’ নির্মাণকাজ মনিটরিং করছে জেলা প্রশাসন। কাজের গুণগত মান যেন বজায় থাকে সে জন্য প্রশাসন তৎপর রয়েছে। যেহেতু ঘরগুলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য নির্মাণ করা হচ্ছে সেহেতু কাজের ক্ষেত্রে এখানে কোনো আপস নেই।

জেলা প্রশাসক আরও বলেন, বর্তমানে ৬৩টি ঘর বানানো হচ্ছে। এ ছাড়া আরও কিছু ‘বীর নিবাস’ তৈরির প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন হলেই যথাযথ প্রক্রিয়ায় শুরু হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ