শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক নিরুপম নাগ। ‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা, সম্প্রীতি’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহ পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিং সমাবেশে তাঁকে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত করা হয়। এ সময় তাঁর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু। প্রধান আলোচক ছিলেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসআই নিরুপম নাগ বলেন, রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার, ওসি, কমিউনিটি পুলিশিং সদস্য ও সহকর্মীদের কৃতজ্ঞতা জানাচ্ছি।