অভিনেতা হিসেবে ওয়েব-দুনিয়ায় আগেই অভিষেক হয়েছে আনিসুর রহমান মিলনের। ‘বরফ কলের গল্প’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন খুনি নওশাদের চরিত্রে। গত বছর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে প্রকাশ পেয়েছিল সিরিজটি। আবারও মিলন ওয়েব সিরিজ নিয়ে মাঠে নামছেন। তবে এবার পরিচালক হিসেবে।
গতকাল নিজের ফেসবুক টাইমলাইনে সিরিজের একটি পোস্টার প্রকাশ করেন মিলন। বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওয়েব সিরিজ বানাচ্ছি। নাম “ইয়েলো ক্যাব”। ৭ পর্বের এ সিরিজের গল্প আমি নিজেই লিখেছি।’ এ সিরিজে কারা অভিনয় করবেন, সেটি এখনো চূড়ান্ত করতে পারেননি মিলন। কোন চরিত্রে কাকে নেওয়া যায়, তা যাচাই-বাছাই চলছে। মিলন জানিয়েছেন, অপরাধজগৎকে নিয়েই বোনা হয়েছে এ সিরিজের গল্প।
মিলন বলেন, ‘রহস্য আর পুলিশি তদন্তের সূত্র ধরে এগোবে “ইয়েলো ক্যাব”। গল্পে মোট ৯টি গুরুত্বপূর্ণ চরিত্র আছে। নারী-পুরুষ মিলিয়ে মুখ্য চরিত্র ৪টি। সবার মধ্যমণি একজন ক্যাব ড্রাইভার। তার মাধ্যমেই ঘটনাগুলো ঘটতে থাকবে।’
প্রধান চরিত্রগুলোর কোনোটাতেই মিলন নিজে অভিনয় করবেন না। তিনি থাকবেন একটি অতিথি চরিত্রে। কারণ, একই সঙ্গে পরিচালনা ও অভিনয় করতে গেলে কাজে ব্যাঘাত ঘটতে পারে। পূর্ণ মনোযোগ দিয়ে সিরিজটি বানাতে চান তিনি।
আগামী মাসের শেষ দিকে ‘ইয়েলো ক্যাব’-এর শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন মিলন। শুটিং হবে ঢাকা, পার্শ্ববর্তী এলাকা ও প্রত্যন্ত গ্রামে। মিলন বলেন, ‘সিরিজের নাম নিয়ে মজার একটি ঘটনা ঘটেছে। যিনি এ সিরিজে অর্থ লগ্নি করেছেন, তিনি নামটি শুনে প্রথমেই কৌতূহলী হয়েছেন। যখন গল্পটি তাঁকে বললাম, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন।’