হোম > ছাপা সংস্করণ

একুশে পদক পেলেন আব্রাহাম

কুড়িগ্রাম প্রতিনিধি

নিজের বসতঘরে মুক্তিযুদ্ধ ও ইতিহাসের সংগ্রহশালা প্রতিষ্ঠা করে সমাজসেবায় অবদান রাখায় এসএম আব্রাহাম লিংকনকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখার উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ জন বিশিষ্ট নাগরিককে এ সম্মাননা দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।

আব্রাহাম লিংকন কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে কর্মরত। তাঁর বাড়ি জেলা শহরের নাজিরা ব্যাপারী পাড়ায়। সেই বসতবাড়িতেই তিনি প্রতিষ্ঠা করেছেন মুক্তিযুদ্ধের সংগ্রহশালা ‘উত্তরবঙ্গ জাদুঘর’। দ্বিতল বাসভবনের বসার ঘর, খাবারের ঘর, এমনকি শোয়ার ঘরেও সাজিয়ে রাখা হয়েছে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক দুই হাজারেরও বেশি প্রামাণ্য দলিল ও উপকরণ। অবশ্য লিংকনের বর্তমান বাসভবনের পাশে তারই দেওয়া ২০ শতাংশ জমিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া দুই কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে জাদুঘরের চারতলা ভবন নির্মাণকাজ চলমান রয়েছে।

পদক পাওয়ার প্রতিক্রিয়ায় আব্রাহাম বলেন, ‘কোনো মানুষ পুরস্কারের জন্য কাজ করেন না। কাজ মানুষকে সম্মান এনে দেয়। যাঁরা আমাকে আমাকে এই সম্মান দিয়েছেন আমি তাঁদের সম্মান জানাই।’

এই অনন্য প্রাপ্তিতে নিজের কোনো কৃতিত্ব নেই জানিয়ে লিংকন বলেন, ‘যাঁরা ইতিহাস তৈরি করেছেন, আমাদের পূর্বপুরুষ, যারা একাত্তরে শহীদ হয়েছেন, বঙ্গবন্ধুসহ জাতীয় নেতৃবৃন্দ, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তাঁদের আমি এটি উৎসর্গ করছি।’

‘আমি গ্রামে থাকা একজন মানুষ। আমাকে খুঁজে এটি দেওয়া হয়েছে। এ জন্য আমি প্রধানমন্ত্রী ও নির্বাচক মন্ডলীকে কৃতজ্ঞতা জানাই।’ যোগ করেন লিংকন।

আইন পেশা ও রাজনীতির বাইরে সমাজসেবায় আব্রাহামের অনুপ্রেরণা ও উৎসাহ জোগান তাঁরই সহধর্মিণী নাজমুন নাহার সুইটি। স্বামীর এই অনন্য প্রাপ্তিতে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘এই প্রাপ্তিতে আমি খুবই খুশি। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই তাঁদের প্রতি যারা এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সহধর্মিণী হিসেবে আমি গর্বিত।’

‘প্রত্যন্ত একটি এলাকায় একজন মানুষ নিভৃতে কাজ করছেন, সরকার ও সংশ্লিষ্ট মহল যে সেটা দেখেছেন এবং মূল্যায়ন করেছেন এ জন্য আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই স্বীকৃতিতে আমরা অনেক খুশি।’ যোগ করেন জাদুঘর প্রতিষ্ঠায় লিংকনের সহকর্মী হিসেবে কাজ করা তাঁরই স্ত্রী সুইটি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ