ব্রাহ্মণপাড়ায় খালে ডুবে বর্ষা মণি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার দুলালপুরে এ ঘটনা ঘটে।
বর্ষা মণি উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, বর্ষা মণি বাড়ির পাশে খেলছিল। এ সময় পরিবারের লোকজনের অগোচরে পাশের খালে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে পাশের খালে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পরে একইদিন সন্ধ্যায় জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করেন স্বজনেরা।