হোম > ছাপা সংস্করণ

আ.লীগের প্রার্থী পরিবর্তনের দাবি

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরের গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. এনামুল হক। তাঁকে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবদুল আওয়াল হত্যা মামলার মূল আসামি আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের আরেক মনোনয়নপ্রত্যাশী সৈয়দ শামসুদ্দোহা সাফি। তিনি উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। গত মঙ্গলবার বিকেলে গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চত্বরে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সাফি বলেন, ‘আমি আওয়ামী লীগের নিবেদিত কর্মী এবং মুক্তিযোদ্ধার সন্তান।

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিই। খোঁজ নিয়ে জানতে পারি, আমার নাম অন্তর্ভুক্ত না করে চারজনের নামের তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

এখন যাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবদুল আওয়াল হত্যা মামলার মূল আসামি। আমাকে মনোনয়ন না দিয়ে নিজ দলীয় নেতার হত্যা মামলার আসামিকে মনোনয়ন দেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করছি।’

সাফি আরও বলেন, ‘তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হলে আমিই মনোনয়ন পেতাম। তাই বিষয়টি পুনরায় বিবেচনা করে আগের মনোনয়নপত্র বাতিল করে আমাকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছে দাবি জানাচ্ছি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক একটা সংবাদ সম্মেলন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ