হোম > ছাপা সংস্করণ

ভাইয়ের দায়ের আঘাতে ভাইসহ আহত ৩

কাউনিয়া প্রতিনিধি

কাউনিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সৎভাইদের লাঠি ও দায়ের আঘাতে সৎভাই আখিরুজ্জামানসহ তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত আখিরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর গ্রামে গত রোববার এ হামলা হয়। এ ঘটনায় রাতেই আখেরুজ্জামানের বাবা আব্দুস ছাত্তার কাউনিয়া থানায় বড় স্ত্রীর চার ছেলে খয়ের উদ্দিন, শাহের আলী, শাহ আলম ও শাহিনুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে আব্দুস ছাত্তার জানান, রোববার বড় স্ত্রীর চার ছেলে একত্রিত হয়ে সৎভাই জাহাঙ্গীরকে মারধর করেন। তাঁকে বাঁচাতে আখিরুজ্জামান ও মেয়ে জাহানারা বেগম এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয়। একপর্যায়ে শাহের আলী দা দিয়ে আখিরুজ্জামানের মাথায় আঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দুজন স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দায়ের আঘাত পাওয়া আখিরুজ্জামানকে ছয়টি সেলাই দেওয়া হয়েছে।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইদের মধ্যে মারামারির ঘটনাটি ঘটেছে। একজন হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আহতের বাবা লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ