হোম > ছাপা সংস্করণ

চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর লড়াই

বুড়িচং প্রতিনিধি

বুড়িচংয়ের ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীসহ এক পরিবারের তিন সদস্য লড়ছেন। গতকাল শনিবার যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন অফিস।

প্রার্থীরা হলেন উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউপির বর্তমান চেয়ারম্যান শাহ কামাল, তাঁর স্ত্রী আমেনা খাতুন ও শাহ কামালের বোনের স্বামী শহীদ উল্লাহ মিয়াজি। তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে লড়ছেন।

এই ইউপি থেকে চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে ১৩ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে ভারেল্লা দক্ষিণ ইউপির বর্তমান চেয়ারম্যান এবং নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহ কামাল আজকের পত্রিকাকে বলেন, ভোট করার জন্যই তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। তাঁরা আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে ভারেল্লা দক্ষিণ ইউপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের লড়াইয়ে শেষ দিন পর্যন্ত থাকবেন।

গত ১২ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ জানুয়ারি। আগামী ৭ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার ৯টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।

ভোটের প্রস্তুতির বিষয়ে বুড়িচং উপজেলার নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে ১০৩টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ