সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১২টি কমিউনিটি ক্লিনিকে করোনার গণটিকা দেওয়া হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী ১৮ বছর ঊর্ধ্বে ৬ হাজার নারী-পুরুষকে এ গণটিকা দেওয়া হয়।
গতকাল সকালের পৌর সদরের দক্ষিণ ইয়াকুবনগর ওয়াহিদী কমিউনিটি ক্লিনিকে গণটিকা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন। তিনি বলেন, বরাদ্দের চেয়ে লোকজনের বেশি আসায় অনেকে টিকা পাননি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বদিউল আলম জসিম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ওয়াহিদী প্রমুখ।