হোম > ছাপা সংস্করণ

প্রতিবাদী কবিতা ও বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধি

‘সাম্প্রদায়িক অপশক্তির উত্থান রোধ করি, সাম্প্রতিক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ি’ এই স্লোগানে রাজবাড়ীতে প্রতিবাদী কবিতা ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় শহীদ খুশি ময়দানের শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়। নারী অধিকার উপকমিটি ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এ দেশ সবার। ধর্মের ভিত্তিতে বিভক্ত সমাজ আমরা চাই না। এ দেশে কেউ সংখ্যালঘু নয়। সব মানুষ সমান। এ অন্ধকারের শক্তির বিরুদ্ধে সংস্কৃতি সেবীদের রুখে দাঁড়ানোর সময় আজ।

কবি নেহাল আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের সেটা দেখা হয়নি। কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিষ্টান, কে বৌদ্ধ সেটার হিসেব তখন করা হয়নি। সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার দীর্ঘ সময় পরে কেন ধর্ম সামনে আসবে? সম্প্রতি দেশের বিভিন্ন পূজা মণ্ডপে ও হিন্দুদের বাড়ি ঘরে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজ করতে পারে না। দেশের মধ্যে যারাই এই ঘটনা ঘটাচ্ছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ