কুমিল্লায় আবাসিক একটি হোটেল থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে সাতজন নারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
গত বৃহস্পতিবার গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় বৈশাখী নামক একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বৈশাখী হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই হোটেলের বিভিন্ন কক্ষে আটক ব্যক্তিরা অসামাজিক কাজে লিপ্ত ছিল।
কোতোয়ালি মডেল থানার ওসি কমল কৃষ্ণ ধর আটকের সত্যতা নিশ্চিত করেছেন।