৮৪ বছর আগে এক অনন্য রেকর্ড গড়েছিলেন ভিত্তরিও পোজ্জো। তাঁর অধীনে টানা দুটি (১৯৩৪ ও ১৯৩৮) বিশ্বকাপ জিতেছিল ইতালি। এবার সেই রেকর্ড ছোঁয়ার হাতছানি দিদিয়ের দেশমের সামনে। তাঁর অধীনে ২০১৮ বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। ফরাসিদের ২০২২ বিশ্বকাপ জয়েরও স্বপ্ন দেখাচ্ছেন দেশম। তবে তার আগে আজ আল বায়েত স্টেডিয়ামে তাঁদের এক সময়ের উপনিবেশ মরক্কোকে হারাতে হবে।
২০১২ থেকে ফ্রান্সের প্রধান কোচের দায়িত্বে দেশম। তাঁর অধীনে তিনটি বিশ্বকাপ খেলছে ফরাসিরা। চোটের কারণে স্কোয়াডে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পেলেও কাতারে শিরোপা ধরে রাখার মিশনে কোনো অসুবিধা হচ্ছে না তাঁর।