নগরীর চান্দগাঁও থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর গোলামুর রহমান আকিল (১৯) নামে এক কলেজছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার উপপরিদর্শক আজিজুল হক ও সহকারী উপপরিদর্শক আব্দুল মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকা থেকে আকিলকে উদ্ধার করেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ হওয়ার পর আকিল প্রথমে ফটিকছড়ি মাইজভান্ডার শরীফ যান। সেখানে গিয়ে এক অটোচালকের বাড়িতে দুই রাত কাটান। তাঁকে সেখানে দেখতে পাওয়ার খবর আমাদের একজন জানিয়েছিলেন। পরে প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করার পর আকিলকে পাওয়া যায়।’