হোম > ছাপা সংস্করণ

নৌকার প্রার্থী পরিবর্তন দাবিতে বিক্ষোভ

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরের কয়েকটি ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী পরিবর্তন দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন দলীয় নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে ইসলামাবাদ ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দসহ স্থানীয় সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, মনোনয়ন পুনর্বিবেচনা করে বর্তমান চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেনকে নৌকা প্রতীক না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। গত ১০ বছর ধরে ইসলামাবাদ ইউপিতে বর্তমান চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। অথচ তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত পরিবর্তন করে সাজেদুল হাসান বাবু বাতেনকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

এ বিষয়ে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন বলেন, তৃণমূল থেকে একক প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম গেলেও অজানা কারণে অন্যজনকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় জনগণের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে নৌকা প্রতীক পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অমৃত লাল ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অনেকে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ