বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বড়লেখায় এক স্কুলছাত্রীর (১৫) বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন। গত সোমবার সন্ধ্যায় এ বিবাহ বন্ধসহ কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানায়, ওই কিশোরী দশম শ্রেণিতে পড়ে। কিশোরীর পরিবার সোমবার সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ এলাকার এক যুবকের সঙ্গে তার বিয়ের আয়োজন করে। বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন পুলিশ নিয়ে বিয়ে বন্ধ করেন। পরে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা ও মেয়েকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে একটি লিখিত অঙ্গীকারনামা নেন।