ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনের (নিটোর) পরিচালকের কার্যালয়ে স্বাবলম্বী প্রকল্প উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিটোরের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল গনী মোল্লাহ। তিনি নিটোরে ফিজিওথেরাপি ডিগ্রি কোর্সের মেধাবী ছাত্র দিরুসনে চাকমার হাতে এক্স নটর ডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের চেক তুলে দেন। উপস্থিত ছিলেন নিটোরের অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এ কে এম জহির উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি