হোম > ছাপা সংস্করণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। গতকাল বুধবার সকাল ৯টার দিকে জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মাইজদী পৌর বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি রোধ করতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দিক। এ সময় দলের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, এর মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে জানান নেতা-কর্মীরা।

সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে কর্মসূচির স্থলে এসে জড়ো হতে থাকেন দলের নেতা-কর্মীরা। পরে পৌর বাজারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ওমর ফারুক অভি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ