হালুয়াঘাটে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন গারো ছাত্র ও সামাজিক সংগঠনসহ এলাকাবাসী অংশ নেন।
হালুয়াঘাট থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২৭ ডিসেম্বর আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন দুই গারো তরুণী। বাড়ির কাছাকাছি পৌঁছালে তাঁদের গতিরোধ করে কয়েকজন তরুণ। দুজনকে হত্যার ভয় দেখিয়ে দল বেঁধে ধর্ষণ করেন অভিযুক্তরা।
এদিকে দুই তরুণী বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাঁদের আহত অবস্থায় দেখতে পান।