টাঙ্গাইলে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে চার মাসব্যাপী আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ শেষ হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে মানব প্রগতি সংঘের উদ্যোগে শহরের সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট তানিয়া আক্তার, সহকারী সুপারিনটেনডেন্ট রাজু আহমেদ, প্রশিক্ষক মালিহা তানজিন প্রমুখ। এ সময় বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী বলেন, মূলত নারীদের আত্মরক্ষা কৌশল শেখানোর জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ থেকে নারীরা তাঁদের আত্মরক্ষার কৌশল শিখতে পারবে। যে কোনো বিপদে পড়লে যেন তা সহজেই মোকাবিলা করতে পারে। সে লক্ষ্যে ৭০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন।