হোম > ছাপা সংস্করণ

শহরে ড্রাম ট্রাক, যানজট

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় নিষেধাজ্ঞা অমান্য করে শহরে দিন দিন বেড়েই চলছে বালু ও মাটিবাহী ড্রাম ট্রাকের চলাচল। এতে দ্রুত সময়ে ভেঙে যাচ্ছে সড়ক। শহরের রাস্তাগুলো সরু হওয়ায় লেগে থাকছে যানজট। দীর্ঘ সময়ের যানজটে চরম ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের।

জানা গেছে, শহরে দিনের বেলায় ট্রাক ও ড্রাম ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহন প্রবেশ করায় প্রতিনিয়ত বাড়ছে যানজট। যদিও দিনের বেলা শহরে ভারী যান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু নিষেধাজ্ঞা মানছে না ড্রাম ট্রাক চালকেরা। তাঁরা প্রতিনিয়ত প্রবেশ করছে।

ব্যবসায়ী আলামিন বলেন, প্রতিনিয়ত যানজটের মধ্যেই বাজারে আসতে হয়। বিশেষ করে কালীবাড়ি মোড়ে সব সময় যানজট লেগেই থাকে।

ব্যবসায়ী করিম বিশ্বাস বলেন, ড্রাম ট্রাক ধারণক্ষমতার অধিক লোড নিয়ে চলাচল করায় সড়কগুলো দ্রুত ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

আমিরুল নামে এক ড্রাম ট্রাকচালক বলেন, ‘আমরা মালিকের গাড়ি চালাই। তাঁর কথা মতো চলতে হয়। তাঁকে বলি কিন্তু এগুলো শুনতে চান না।’

এ বিষয়ে পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল বলেন, ‘শহরের মধ্যে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করা হচ্ছে। কিন্তু চালকেরা নিষেধাজ্ঞা মানছে না। জনগণ সচেতন না থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।’

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, শারদীয় দুর্গোৎসব চলাকালীন শহরে ভারী যানবাহন প্রবেশ বন্ধে আমাদের নির্দেশনা দিয়েছিল পৌর কর্তৃপক্ষ। এখন কোনো নির্দেশনা নেই।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ