বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
বাহুবলে ট্রাক চাপায় পিষ্ট হয়ে আকিব হোসেন (১২) নামের এক শিশুর নিহত হয়েছে। গত রোববার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাহুবল-মৌড়ী সড়কের ইছাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকিব হোসেন উপজেলার ইছাকপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরের আকিব বাড়ির পাশের সড়কে খড় শুকাচ্ছিল। এ সময় ইট বোঝাই একটি ট্রাক ওই সড়ক দিয়ে যাওয়ার সময় আকিবকে চাপা দেয়। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করে থানা নেওয়া হয়েছে।