হোম > ছাপা সংস্করণ

এবার ওয়েব সিরিজে স্পর্শিয়া

নতুন ছবি ‘জলকিরণ’-এ অভিনয় করবেন অর্চিতা স্পর্শিয়া। পাশাপাশি প্রথমবারের মতো অভিনয় করছেন দুটি ওয়েব সিরিজে। সম্প্রতি শুটিং শেষ করলেন ওয়েব সিরিজ ‘দ্য হলি গান সিজন-১’-এর। এতে তাঁর বিপরীতে রয়েছেন শাহেদ শরীফ খান। নির্মাণ করছেন ইয়াসির আরাফাত জুয়েল। এ সিরিজের শুটিং হয়েছে উত্তরায়। স্পর্শিয়া বলেন, ‘ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। এতে আমি অভিনয় করেছি শাহেদ শরীফ খানের প্রেমিকার চরিত্রে। এটি একটি অ্যাকশন থ্রিলার সিরিজ। নানা ধরনের বক্তব্য আর বার্তা দেওয়া হয়েছে এতে।’ এ ছাড়া ‘নিখোঁজ’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন স্পর্শিয়া। এই সিরিজটি তৈরি হচ্ছে চরকির জন্য।

ওয়েব কনটেন্টের পাশাপাশি সম্প্রতি ‘জলকিরণ’ নামে একটি ছবিতে অভিনয় করবেন স্পর্শিয়া। ছবিটি পরিচালনা করছেন এইচ আর হাবিব। ২ জানুয়ারি রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় ছবির ফার্স্টলুক প্রকাশ করা হয়। পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।

স্পর্শিয়া বলেন, ‘ছবির গল্প ভাবনাটা অভিনব। সময়োপযোগী বলা যায়। এ দেশের দর্শকের জন্য নতুন ফিলোসফি নিয়ে আসবে ‘জলকিরণ’। আশা করছি, সবাই মিলে একটি ভালো ছবি উপহার দিতে পারব। মার্চে এই ছবির শুটিং শুরু হবে।’

সায়েন্স ফিকশন ঘরানার গল্প হলেও ‘জলকিরণ’ মূলত শিশুতোষ ছবি। স্যাটায়ারের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ