বিমানের ভাবমূর্তি নষ্টকারীদের ছাড় দেওয়া হবে না এবং সেবা নিয়ে আপস করা যাবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। গতকাল বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন প্রাঙ্গণে বিমানের ৫০ বছর পূর্তিকে সামনে রেখে নতুন লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। আগামী বছরের ৪ জানুয়ারি বিমানের ৫০ বছর পূর্ণ হবে।
বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘যাত্রীসেবার মান নিশ্চিত করতে বিমানের প্রতিটি বিভাগকে কাজ করতে হবে। সেবার মান ও যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর বিষয়ে কোনো আপস করা যাবে না। যাত্রীসেবার সঙ্গে বিমানের ভাবমূর্তি জড়িত। জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বিমানের সঙ্গে দেশের ভাবমূর্তিও জড়িত। যারা বিমানের ক্ষতি করার চেষ্টা করবে, যাদের কারণে যাত্রীসেবা বিঘ্নিত হবে, তাদের শাস্তি ভোগ করতে হবে। বিমানের ভাবমূর্তি নষ্টকারীদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।’
লোগো উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ্ মোস্তফা কামাল প্রমুখ।