হোম > ছাপা সংস্করণ

যশের সঙ্গে শুরু হলো ফারিয়ার নতুন মিশন

কলকাতায় নতুন সিনেমার শুটিং শুরু করেছেন নুসরাত ফারিয়া। সিনেমার নাম ‘রকস্টার’। ১৭ ফেব্রুয়ারি কলকাতায় শুটিং শুরু হয়েছে। সিনেমার চিত্রনাট্যকার ও পরিচালক অংশুমান প্রত্যুষ। ‘বাজি’, ‘এসওএস কলকাতা’, ‘প্যানথার’- এর মতো বড় বাজেটের একাধিক সিনেমা পরিচালনা করেছেন তিনি। তাঁর পরিচালনায় এবারই প্রথম কাজ করছেন ফারিয়া। এর আগে অংশুমানের চিত্রনাট্যে যৌথ প্রযোজনার ‘বস’, ‘বস ২’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘ধ্যাততেরিকি’, ‘শাহেনশাহ’সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন ফারিয়া। তিনি বলেন, ‘অংশুমানের সঙ্গে আগে থেকেই আমার পরিচয়। তাঁর সম্পর্কে আমার ভালো ধারণা ও বিশ্বাস তৈরি হয়েছে। আশা করছি, তাঁর পরিচালনায় এই কাজটাও ভালো হবে।’

কলকাতার জিৎ, অঙ্কুশ, রুদ্রনীলদের সঙ্গে অভিনয় করেছেন ফারিয়া। ‘রকস্টার’ সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করছেন যশ দাশগুপ্তের সঙ্গে। সিনেমার রকস্টার যশ এরই মধ্যে গিটার বাজানো প্র্যাকটিস করছেন। রাখছেন লম্ব চুল। ফারিয়া বলেন, ‘যশ কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। কলকাতার কলাকুশলীদের সঙ্গে এর আগে কাজ করলেও যশের সঙ্গে পরিচয় ছিল না। লুকটেস্টের দিন আমাদের প্রথম দেখা ও পরিচয়। অল্প আড্ডায় মনে হয়েছে আমাদের এই সিনেমার জার্নিটা ভালো হবে।’

সিনেমাটির প্রযোজনায় যুক্ত আছে বাংলাদেশের শাপলা ফিল্ম ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশে সিনেমাটি পরিবেশনাও করবে। অনেক দিন ধরেই কাজটি নিয়ে ফারিয়ার সঙ্গে কথাবার্তা চলছিল। গত সপ্তাহে কলকাতায় সিনেমাটি চূড়ান্ত হয়। এরপর চুক্তি ও নায়কের সঙ্গে লুকসেট শেষে শুরু করেছেন শুটিং।

ছবির গল্প সম্পর্কে এখনই কিছু বলতে চাইলেন না ফারিয়া। বললেন, ‘এখনই গল্প নিয়ে কিছু বলা বারণ। তবে এতটুকু জানিয়ে রাখি, এটি একটি লাভ স্টোরি। একজন রকস্টারের গল্প। গল্পে অনেকগুলো স্তর আছে।’

কলকাতায় ‘ভয়’ নামে ফারিয়ার আরও একটি সিনেমার শুটিং চলছে। রাজা চন্দ পরিচালিত এই সিনেমার শুটিং এখনো কিছুটা বাকি। ফারিয়ার অভিষেক হয়েছিল ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে। যেখানে তাঁর বিপরীতে ছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ