ধর্ষণ প্রতিরোধ অসম্ভব হলে নারীদের যৌন সুখ ‘উপভোগ’ করার পরামর্শ দিয়েছেন ভারতের কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কে আর রমেশ কুমার। গত বৃহস্পতিবার কর্ণাটক বিধানসভায় তাঁর এই মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে। এ ধরনের মন্তব্য বরদাশত করা হবে না জানিয়ে দলীয় বিধায়ককে গতকাল সতর্ক করেছে কংগ্রেসও।
এর পরপরই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন রমেশ কুমার। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, কংগ্রেস কোনোভাবেই এ ধরনের মন্তব্যকে সমর্থন করে না।
এদিকে বিধানসভার বর্তমান স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি জানিয়েছেন, অধিবেশনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কিছুই বরদাশত করা হবে না এবং বিধায়কদের সংখ্যাগরিষ্ঠ মহলের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।