এখন তথ্য অধিকার আইন সবচেয়ে প্রাধান্য পাবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) আবুল বায়েছ মিয়া। বান্দরবানের রুমায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। কমিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
যুগ্ম সচিব (প্রশাসন) আবুল বায়েছ মিয়া বলেন, ‘জনগণকে শাসন ও নিয়ন্ত্রণ করার জন্য দেশে বারো শর বেশি আইন আছে। এ মধ্যে এখন তথ্য অধিকার আইন সবচেয়ে প্রাধান্য পাবে। এ আইন জনগণের সেবায় প্রশাসনকে চাপা রাখছে।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান উহ্লাচিং মারমার সভাপতিত্বে এতে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী নূর।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ইনস্ট্রাক্টর মোহাম্মদ কাউছারুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মংসিনু মারমা, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা সুপন চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহসহ অন্যরা।