নেত্রকোনায় দুই উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুটিতে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী। বাকি তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত রোববার চতুর্থ ধাপের ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে।
সদর উপজেলার মদনপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুজ্জামান ফারাস দিলীপ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউপিতে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ জয়ী হয়েছের। এ ছাড়া এই উপজেলার কৃষ্ণপুর ইউপিতে শামীম মোড়ল, নগর ইউপিতে দেবেশ চন্দ্র তালুকদার ও গাজীপুর ইউপিতে বিএনপি নেতা আব্দুর রউফ স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে গত ১১ নভেম্বর নেত্রকোনা সদর উপজেলার ১২ টিতে ভোট হয়। ওই সময় মদনপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মারা যান।