মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণে স্বেচ্ছায় রক্ত ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব রোটার্যাক্ট ক্লাব ও সেক্রেড হার্ট ভলান্টারি ব্লাড ডোনেশান ক্লাবের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক। উদ্বোধন করেন এএসপি (মতলব সার্কেল) মো. ইয়াসির আরাফাত।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সেক্রেড হার্টের সদস্য মইন উদ্দিন, গীতা পাঠ করেন শ্রাবনী ঘোষ উমা। পরে সকলের সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।