জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে কৃষক ও হাম হামিয়া জলমহালের ইজারাদারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। গতকাল নলুয়ার হাওরের ভূরাখালি কুড়েরপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বোরো ফসল চাষাবাদের জন্য নলুয়ার হাওরে দাসনোওয়াগাঁও ও হরিনাকান্দি গ্রামের কৃষকেরা কুড়েরপাড় এলাকায় পানি সংরক্ষণ করে রাখার জন্য একটি বাঁধ নির্মাণ করতে যান। ভূরাখালি এলাকার জলকপাটের পাশে হাম হামিয়া জলমহালের ইজারাদার মানিক লাল বিশ্বাসের লোকজন এতে বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হন।
কৃষক হোসেন আহমেদ বলেন, ‘আমাদের এলাকার ২ হাজার একর জমির চাষাবাদের জন্য পানি সংরক্ষণ করতে বাঁধ দিলে জলমহালের ইজারাদাররা বাঁধ কেটে ফেলে। এ বিষয়ে পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে অবহিত করেছি।’
হাম হামিয়া জলমহালের ইজারাদার মানিক লাল বিশ্বাস বলেন, জলমহালের খালের মুখে জোর করে বাঁধ নির্মাণ করায় কিছু কথা-কাটাকাটি হয়েছে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শাফায়েত বলেন, ‘কৃষক ও জলমহালের ইজারাদারদের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’