সিলেটের জকিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেতে যাচ্ছেন কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুল গণি।
গত পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় পৌর আওয়ামী লীগের সভাপতি শামছ উদ্দীনকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর গত ১৬ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এ বিষয়ে মৌখিক নির্দেশনা দেন। পরদিন উপজেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সভায় আব্দুল গণিকে ভারপ্রাপ্ত সভাপতি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি চূড়ান্ত। শিগগিরই চিঠি দেওয়া হবে আব্দুল গণিকে।