হোম > ছাপা সংস্করণ

অবশেষে ‘জীবিত’ হলেন তাঁরা চারজন

চারঘাট প্রতিনিধি

ভোটার আইডিতে মৃত দেখানোয় দীর্ঘ চার বছর ধরে ভোট প্রদানসহ নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন চারঘাটের চার ব্যক্তি। অবশেষে ভোটার আইডি সংশোধন করে জীবিত দেখানো হয়েছে তাঁদের। উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই চার ব্যক্তি হলেন উপজেলার থানাপাড়া গ্রামের আল ফারাবী ইবনুল, পরানপুর গ্রামের হাজেরা বেগম, হাবিবপুর গ্রামের আমান উল্লাহ ও ডাকরা গ্রামের শাহনাজ পারভীন।

জানা গেছে, ২০১৭ সালে ভোটার তালিকা হালনাগাদে তাদের মৃত উল্লেখ করা হয়। ভোটার তালিকায় মৃত থাকার কারণে তাঁরা চাকরির আবেদনের পাশাপাশি সরকারি বেসরকারি সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। এমনকি করোনার টিকা পর্যন্ত নিতে পারেননি। সমস্যা সমাধানে নির্বাচন অফিসে একাধিকবার ধরনা দিয়েও ফল পাননি। পরে বিষয়টি নিয়ে দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ওই চার ব্যক্তির ভোটার আইডি সংশোধনের পদক্ষেপ নেয়।

ভুক্তভোগী আমান উল্লাহ ও শাহনাজ পারভীন জানান, ভোটার তালিকায় চার বছর মৃত থাকার পর ফের জীবিত হয়েছি। এতে খুশি। তবে যাঁদের ভুলে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হয়েছে তদন্ত সাপেক্ষে তাঁদের বিচার দাবি করেন তাঁরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ