ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা–পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহেল মিয়া (৩০), মো. সুজন হোসেন (২৫), ইয়াদুল্লাহ বক্স ওরফে সিফাতায়েন, মো. শহিদুল ইসলাম, পাভেল মিয়া (২২), মো. মাসুদ (৩২), রাজন মজুমদার (২৫)। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, দুই মাদক ব্যবসায়ী ও গ্রেপ্তারি পরোয়ানায় ৫ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছ।
এদিকে, আরেক অভিযানে ইয়াবাসহ ৭ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে আরও ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আব্দুর রহিম (৪৬), মো. জসিম মিয়া (২৪), কামাল মিয়া (৩০), বিল্লাল হোসেন (২৬), আবুল বাশার (৩৮), আব্দুল লতিফ (৫২), মো. কামরুজ্জামান ওরফে তুহিন (২৪)। গত শুক্রবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক পাচারকারী।