হোম > ছাপা সংস্করণ

লেনদেনে অস্বচ্ছতার পরিণাম

ড. আবু সালেহ মুহাম্মদ তোহা

লেনদেনে স্বচ্ছতা ও আমানতদারিতা ইবাদত কবুলের পূর্বশর্ত। অনিয়ম-অস্বচ্ছতা মানুষের নেক আমল ধ্বংস করে দেয়। চুরি-ডাকাতি, দুর্নীতি, সন্ত্রাস, দখলদারি, সম্পদ আত্মসাৎ ইত্যাদি আর্থিক অস্বচ্ছতার উদাহরণ। ইসলামের দৃষ্টিতে এসব জঘন্যতম গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস কোরো না। শুধু তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা-ই বৈধ।...’ (সুরা নিসা/ ২৯)

মহানবী (সা.) সব ধরনের অস্বচ্ছতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এবং এসব কাজের ভয়াবহ পরিণতির কথা বলেছেন। লেনদেনে অস্বচ্ছ মানুষকে তিনি প্রকৃত দরিদ্র আখ্যা দিয়ে বলেন, ‘তোমরা কি জানো দরিদ্র কে?’ সাহাবায়ে কেরাম বললেন, ‘আমাদের মধ্যে দরিদ্র ওই ব্যক্তি, যার কোনো অর্থ ও সম্পদ নেই।’ তিনি বললেন, ‘আমার উম্মতের মধ্যে দরিদ্র ওই ব্যক্তি যে কেয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে হাজির হবে। সে আরও নিয়ে আসবে—অন্যকে এই পরিমাণ গালি দিয়েছে, এই পরিমাণ মিথ্যা অপবাদ দিয়েছে, এই পরিমাণ সম্পদ খেয়েছে, এই পরিমাণ রক্ত প্রবাহিত করেছে, এই পরিমাণ প্রহার করেছে। তার নেকি থেকে সমপরিমাণ (ক্ষতিগ্রস্তদের) প্রদান করতে হবে। তার দায় শেষ হওয়ার আগেই তার নেকি শেষ হয়ে যাবে। তখন ক্ষতিগ্রস্তদের পাপ থেকে সমপরিমাণ নিয়ে তার ওপর নিক্ষেপ করা হবে। অবশেষে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।’ (মুসলিম: ৬৭৪৪)

বোঝা গেল, আর্থিক স্বচ্ছতা না থাকলে নামাজ, রোজা, জাকাতের মতো ইবাদত-বন্দেগিও কোনো কাজে আসবে না। কাজেই বলা যায়, আর্থিক স্বচ্ছতাই ইবাদতের রক্ষাকবচ এবং অনিয়ম-অস্বচ্ছতা ধ্বংসের কারণ।

লেখক: সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ