হোম > ছাপা সংস্করণ

আমি হুমায়ূন আহমেদ হতে চাই

কথাসাহিত্যিক, গীতিকার, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বর। এ উপলক্ষে নির্মাতা সালাহউদ্দিন লাভলু একটি খণ্ডনাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’। নাটকটি লিখেছেন রাজিয়া সুলতানা জেনি। এরই মধ্যে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে নাটকের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।

আমি হুমায়ূন আহমেদ হতে চাই প্রসঙ্গে নির্মাতা সালাহউদ্দিন লাভলু বলেন, ‘নাটকের গল্পটা ব্যতিক্রম ও সুন্দর। ধনী বাবার একমাত্র ছেলে। নাম তার হুমায়ূন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা ও বাবার নাম যা, হুমায়ূনের মা-বাবার নামও তা। সব মিলিয়ে নিজেকে হুমায়ূন আহমেদ ভাবতেই ভালো লাগে হুমায়ূনের। একসময় সে সত্যি সত্যিই কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ হতে চায়। কিন্তু বড়লোক মা-বাবার সঙ্গে থাকলে হুমায়ূন আহমেদ হওয়া যাবে না, এই ভেবে রাজধানীর মোহাম্মদপুরে সে একাকী জীবনযাপন শুরু করে দারিদ্র্যের মধ্যে। এরপর শুরু হয় তার হুমায়ুন আহমেদ হওয়ার চেষ্টা। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।’

নাটকে হুমায়ূন আহমেদের চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী এবং গুলতেকিন চরিত্রে অভিনয় করেছেন রিয়া। হুমায়ূন আহমেদের মায়ের চরিত্রে রয়েছেন ডলি জহুর এবং গুলতেকিনের মায়ের চরিত্রে শিল্পী সরকার অপু।

এ প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘এই নাটকের গল্পভাবনাটা ভালো লেগেছে আমার। আর লাভলু তো সব সময়ই ভীষণ যত্ন নিয়ে কাজ করে। তাই তার সঙ্গে কাজ করে আরাম পাওয়া যায়।’

শিল্পী সরকার অপু বলেন, ‘গল্প ভালো হলে কাজ করতেও ভালো লাগে। সালাহউদ্দিন লাভলু এ দেশের গুণী একজন নির্মাতা। তাঁর কাজ মানেই দর্শকের কাছে ভিন্ন কিছু। এই নাটকটিও তার বাইরে নয়। খুব ভালো হয়েছে কাজটি।’

নাটকটিতে গুলতেকিনের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলুর ছেলে রোশান এবং আরেকটি চরিত্রে অভিনয় করেছেন রোশনী। লাভলুর ছেলে রোশান ক্লাস ফোরে থাকতে প্রথম অভিনয় করেন। গত বছর বাবার নির্দেশনায় একটি খণ্ডনাটকেও অভিনয় করেছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ