প্রতিবছর ঈদ উপলক্ষে সিনেমা মুক্তির হিড়িক পড়ে। পাশাপাশি টিভি চ্যানেলগুলো বিভিন্ন ধরনের অনুষ্ঠানের পসরা সাজিয়ে বসে। কয়েক বছর ধরে ওটিটি প্ল্যাটফর্মগুলোও ঈদ উপলক্ষে নিয়ে আসছে নতুন সিরিজ ও সিনেমা। এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে আশফাক নিপুণের পরিচালনায় মহানগর ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তি ‘মহানগর ২’। এ সিরিজ দিয়ে দুই বছর পর ওসি হারুন হয়ে আবারও পর্দায় ফিরছেন মোশাররফ করিম। সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজটির টিজার। এটাই মহানগর ওয়েব সিরিজের শেষ কিস্তি।
২০২১ সালে রাজধানী ঢাকার পটভূমিতে তৈরি হয়েছিল ‘মহানগর’-এর প্রথম পর্ব। মুক্তির পর সারা দেশে হইচই ফেলে দিয়েছিল সিরিজটি। প্রথম পর্বে মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, নাসির উদ্দিন খান প্রমুখ। তবে দ্বিতীয় অধ্যায়ে অন্যান্য চরিত্রে কারা থাকছেন—সে বিষয়ে কিছু জানানো হয়নি। সিরিজটি মুক্তি পাবে হইচই-এ।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। গত বছর মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ সিরিজের এই ছোট চরিত্রটি এবার প্রধান চরিত্র হয়ে আসছে। সিরিজটিতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংলাপ বলে অ্যালেন স্বপন আলোচনার কেন্দ্রে উঠে আসে। তার কিছু সংলাপ ফিরেছিল মানুষের মুখে মুখে। স্পিন অব সিরিজটিতে অ্যালেন স্বপন সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে। শিহাব শাহীন পরিচালিত এ সিরিজে প্রধান চরিত্রে নাসির উদ্দিন খান ছাড়া আরও অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, রুবেল, শিমলা, সেন্টু, আনিসুল বরুণ প্রমুখ।