হোম > ছাপা সংস্করণ

খেলতে গিয়ে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

হালুয়াঘাট প্রতিনিধি

হালুয়াঘাট উপজেলায় খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে নিহতদের বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু হলো উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম পাবিয়াজুরি গ্রামের অটোচালক বাহারুল ইসলামের ছেলে জিহাদ মিয়া (৫) ও একই গ্রামের ইটভাটার শ্রমিক হুমায়ুন কবিরের ছেলে মো. মোজাহিদ (৫)।

দুই শিশুর পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায় জিহাদ ও মোজাহিদ। একপর্যায়ে তারা পাশের ডোবায় পড়ে যায়। পরে দুপুর সাড়ে ১২টায় স্থানীয় একজন জিহাদের লাশ পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় বাসিন্দারা ডোবা থেকে উদ্ধার করে জিহাদের লাশ।

তাকে পার্শ্ববর্তী নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই পুকুর থেকে পরে মোজাহিদের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, দুই শিশুর লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্ত না করতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ