হোম > ছাপা সংস্করণ

অবৈধভাবে বালু তোলায় জরিমানা, যন্ত্রপাতি জব্দ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার, বালু উত্তোলনের মেশিন এবং পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন। জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা।

গত রোববার বিকেলে এসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরেই সারিয়াকান্দির কয়েকজন চিহ্নিত বালুদস্যু যমুনা ও বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি পয়েন্টে যমুনা নদী থেকে এবং বাঙ্গালী নদীর জোড়গাছা-ভেলাবাড়ি পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের লক্ষ্যে ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করা হয়। এতে যমুনা নদীর চন্দনবাইশা পয়েন্ট থেকে ছোট কুতুবপুর গ্রামের আব্দুল হান্নানের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং বাঙ্গালী নদীতে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বলেন, সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। ভবিষ্যতে এই ধরনের অভিযান চলমান থাকবে। এ অভিযানের সময় তাঁকে সহায়তা করেন থানা-পুলিশ ও আনসার সদস্যরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ