কলকাতা প্রতিনিধি
ভারতের এবার আদালত চত্বরে খুন হলেন আইনজীবী। গতকাল উত্তর প্রদেশের শাহজাহানপুর আদালতের চতুর্থ তলায় গুলি করে হত্যা করা হয় আইনজীবী ভূপেন্দ্র সিংকে। দিল্লিতে আদালতের ভেতর এক আসামিকে খুনের এক মাসের মধ্যেই এ ঘটনা ঘটল।
শাহজাহানপুরের পুলিশ সুপার এস আনন্দ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। হত্যার কারণ সম্পর্কেও কোনো তথ্য মেলেনি।
এদিকে এ ঘটনার জেরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির আমলে ভারতের আইন ও বিচারব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী নেতারা।