বাগেরহাটের ফকিরহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসর শুরু হয়েছে। বঙ্গবন্ধুর ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের নামে এই টুর্নামেন্টের আয়োজক আট্টাকা স্পোর্টিং ক্লাব।
গতকাল শনিবার বিকেলে উপজেলার আট্টাকা কে আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উদ্বোধনী খেলায় বাগেরহাট মুসলিম স্পোর্টিং ক্লাব ফকিরহাট অগ্রণী ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে।
টুর্নামেন্টে বিভিন্ন জেলা উপজেলার মোট ১২টি দল অংশ নিচ্ছে।
আগামী ২৭ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে মানসা-বাহিরদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে সম্মানিত অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।