ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা হয়েছে। গত বুধবার বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। লাল ও সবজ দুটি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। ম্যাচটি গোল শূন্যভাবে শেষ হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জোহর আলী।