হোম > ছাপা সংস্করণ

দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বিএমসিসিআই সভাপতি রাকিব মোহাম্মদ ফখরুল বলেন, বাংলাদেশে এক সময় মালয়েশিয়ার বিশাল বিনিয়োগ ছিল। উভয় দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্কও দীর্ঘ দিনের। মালয়েশিয়ার পোর্ট কেলাং ও অন্যান্য বন্দর বাংলাদেশি আমদানি-রপ্তানি বাণিজ্যে ট্রানজিট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাণিজ্য বৃদ্ধিতে এফটিএ সম্পাদনের মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি পূরণে রপ্তানি বৃদ্ধি করতে হবে। এ সময় তিনি মালয়েশিয়ান বিনিয়োগ আকর্ষণে ও বাংলাদেশি পণ্যের পরিচিতি বৃদ্ধিতে চট্টগ্রামে একটি ‘রোড শো’ আয়োজনের আহ্বান জানান।

চিটাগাং চেম্বারের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে পিটিএ সম্পাদন, ওয়ার্কিং গ্রুপ গঠন করে সমীক্ষা পরিচালনা ও মূল্যায়ন, উভয় দেশের মধ্যে প্রাথমিকভাবে ১০টি পণ্যের ডিউটি ফ্রি সুবিধার তালিকা প্রস্তুত এবং মালয়েশিয়ায় আরএমজি, হোম টেক্সটাইল, ফুটওয়্যার, সিরামিকস, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি পণ্য রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ