হোম > ছাপা সংস্করণ

হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে গাউস দাঁড়িয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কাঠি ইউনিয়নের গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি বাজারে এ মানববন্ধন হয়। কাঠি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সহযোগিতায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কাঠি ও খানারপাড়সহ বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে নিহত গাউস দাঁড়িয়ার মা আতেফা বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন দাঁড়িয়া প্রমুখ বক্তব্য দেন। এ সময় হত্যার বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে প্লাকার্ড প্রদর্শন করেন মানববন্ধনকারীরা।

নিহত গাউস দাঁড়িয়ার মা আতেফা বেগম বলেন, ‘আমার সন্তানকে হত্যা করে আমার বুক খালি করা হয়েছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মামলার তদন্তকারীর কর্মকর্তা উপপরিদর্শক মো. জালাল উদ্দিন বলেন, এ মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ইস্রাফিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।

গত ৩ ফেব্রুয়ারি উপজেলার খানারপাড় গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে গাউস দাঁড়িয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আজিম দাঁড়িয়া বাদী হয়ে নয়জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ