হোম > ছাপা সংস্করণ

সেচের ঘর থেকে লাশ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা

বাসাইল প্রতিনিধি

বাসাইলে লাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কাউলজানী ইউনিয়নের সেহরাইল মাটির খাদ এলাকার একটি সেচযন্ত্র রাখার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এদিকে পরিবারের দাবি ট্রাক্টরের চাকায় পৃষ্ট হওয়ার পর লাশ গুমের উদ্দেশ্যে ওই সেচ ঘরে রাখা হয়। তবে পুলিশের ধারণা, বিদ্যুতায়িত মারা গেছেন।

এ ঘটনায় বাসাইল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত লাল মিয়া উপজেলার কাউলজানী মহেষখালী গ্রামের গটু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার কাউলজানী ইউনিয়নের সেহরাইল এলাকায় দীর্ঘদিন ধরে মাটি কাটার যন্ত্র দিয়ে ফসলি জমি কেটে ট্রাক্টর দিয়ে বিক্রি করছে একটি চক্র। সেখানে দরিদ্র লাল মিয়া শ্রমিকের কাজে নিয়োজিত ছিলেন। সকাল থেকে খাদের পাশের সড়কে পানি দিচ্ছিলেন লাল মিয়া। পরে দুপুর থেকে তিনি নিখোঁজ হন। এরপর খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। সন্ধ্যায় শ্রমিকেরা ধানখেতে পানি দেওয়ায় জন্য মেশিন ঘরে গিয়ে লাল মিয়ার লাশ দেখতে পান। পরে পুলিশকে এ খবর জানানো হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের ছোট ভাই আব্দুল খালেক বলেন, ‘আমার ভাই দীর্ঘদিন ধরে সেহরাইলে মাটির খাদে শ্রমিকের কাজ করছিলেন। কলিয়া গ্রামের এক ব্যক্তির ট্রাক্টর দিয়ে ওই খাদের মাটি বিক্রি করেন। আমাদের ধারণা, ওই ট্রাক্টরের চাপায় আমার ভাই মারা গেছেন। পরে ট্রাক্টরের লোকজন এ দায় এড়ানো জন্য লাশটি মেশিন ঘরে রেখে যায়। রাত হলে হয়তো লাশটি অন্যত্র ফেলে দিত।’ তিনি আরও জানান, ওই দিন দুপুর থেকেই খাদ থেকে মাটি তোলা বন্ধ রয়েছে। ট্রাক্টরটিও এখনো ওই সড়কের পাশে পড়ে আছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

নিহতের মেয়ে লাভনী আক্তার বলেন, ‘আমার বাবাকে ওরা গাড়িচাপা দিয়ে মেরে খুনের দায় এড়াতে লাশ মেশিন ঘরে রেখে দিয়েছে। আমার বাবার হত্যার বিচার চাই।’

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘লাশটি একটি সেচযন্ত্রের ঘর থেকে উদ্ধার করা হয়েছে। ঘরের কাছেই একটি ট্রাক্টর দুর্ঘটনাকবলিত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। ট্রাক্টরের চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন মৃতের স্বজনেরা। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরে গতকাল বুধবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে লোকটি মারা যেতে পারেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ