মালয়ালম ইন্ডাস্ট্রি ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় একেবারেই আলাদা। বলিউড, তেলুগু, তামিলের মতো বিপুল বাজেট পায় না এ ইন্ডাস্ট্রি। সীমিত বাজেটে নিজেদের গল্পগুলোই তুলে আনেন এখানকার নির্মাতারা। ফলে মালয়ালম সিনেমাগুলোর গল্প যেমন প্রশংসিত হয়, ভালো ব্যবসাও করে। তবে এ বছরটা মালয়ালম ইন্ডাস্ট্রির জন্য অত সুবিধার ছিল না। বেশির ভাগই লগ্নি তুলে আনতে ব্যর্থ হয়েছে।
সেখানকার অন্যতম প্রযোজক ভেনু কুন্নাপিলি হিসাব দিচ্ছেন, ‘অনেক কারণেই দর্শক এখন হলে আসছেন না। এ বছর মালয়ালম ইন্ডাস্ট্রিতে ৭৫টির মতো সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে একটি সিনেমাই ভালো ব্যবসা করেছে। বাকি যে ৭৪টি সিনেমা ফ্লপ হয়েছে, তার মধ্যে অনেক ভালো সিনেমা ছিল। কিন্তু একটি সিনেমাই ব্লকবাস্টার হিট হতে পেরেছে।’ আর সেটি হলো ‘২০১৮’। ওই বছর কেরালায় যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেটা নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। বলা চলে, দীর্ঘদিন পর কেরালায় ২০১৮ সিনেমার হাত ধরে হলে ফিরেছেন দর্শক।
শুটিংয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বন্যার দৃশ্য ঠিকঠাকভাবে পর্দায় তুলে আনা। কোনো গ্রাফিকসের আশ্রয় নেননি নির্মাতা। একটা বড় গ্রামের সেট তৈরি করে সেটাকেই ডুবিয়ে দেওয়া হয়েছিল। তারপর সেই ডুবন্ত গ্রামের মধ্যে চলেছে দিনের পর দিন শুটিং। ২০১৮ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা টভিনো থমাস। ৫০ দিন ধরে পানিতে ডুবে শুটিং করতে হয়েছে তাঁকে। কখনো কখনো বিরক্তও হয়েছেন। তবে বিশ্বাস হারাননি নির্মাতার ওপর। সবার বিশ্বাস আর প্রত্যাশা কাঁধে নিয়ে একটা সফল সারভাইভাল ফিল্ম তৈরি করেছেন জুড অ্যান্টনি জোসেফ। যে সিনেমাটি সত্যিকার অর্থেই বাঁচিয়ে দিয়েছে ফ্লপের সমুদ্রে ডুবতে থাকা মালয়ালম ইন্ডাস্ট্রিকে।