প্রতিবেশী কয়েকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয় বাসিন্দারা সমাধান করার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। পরে প্রতিবেশীদের ফাঁসাতে পরিকল্পনা করে গত সোমবার রাতে তাঁর বাড়িতে থাকা শ্বশুরকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেন জামাতা। হালুয়াঘাট উপজেলার বৃদ্ধ আব্দুল জব্বার হত্যায় পুলিশের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন তাঁর জামাতা মো. নজরুল ইসলাম।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে উপজেলার কৈচাপুর ইউনিয়নের গাঙ্গিনাপাড় এলাকায় নিহতের মেয়ে জমিলা খাতুনের বাড়ি থেকে আব্দুল জব্বারের (৮০) গলাকাটা লাশ উদ্ধার করে হালুয়াঘাট থানা-পুলিশ। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, হত্যার ঘটনা রহস্যজনক মনে হলে তদন্ত শুরু করা হয়। এরই মধ্যে নিহতের জামাই নজরুল ইসলাম মামলা করার জন্য থানায় আসেন। তাঁর সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকা প্রতিবেশীদের বিরুদ্ধে বারবার মামলা করার জন্য তাগিদ দেন পুলিশকে। তবে তাঁর গতিবিধি দেখে সন্দেহ হলে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি স্বীকার করেন, প্রতিপক্ষকে ফাঁসিয়ে জমি ভোগদখল করার উদ্দেশ্যে শ্বশুরকে দা দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করেন তিনি।
এ ঘটনায় পরে নিহতের ছেলে আবুল কাশেম বাদী হয়ে বোনজামাই নজরুলসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে হালুয়াঘাট থানায় হত্যা মামলা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, সম্ভাব্য তথ্যের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ের জামাই নজরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।