বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্কটল্যান্ড। গতকাল মাসকাটে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে তারা হারিয়েছে ১৭ রানে। ওমানের পর স্কটল্যান্ডের কাছেও হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে পাপুয়া নিউগিনি।
এদিন টস জিতে আগে ব্যাটিং করে পাপুয়া নিউগিনিকে ১৬৬ রানের বড় লক্ষ্যেই দেয় স্কটল্যান্ড। তাড়া করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি পাপুয়া নিউগিনি। পাওয়ার প্লের ছয় ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট হারায় আসাদ ভালার দল। শেষ পর্যন্ত তারা অলআউট হয় ১৪৮ রানে।
স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন রিচার্ড বেরিংটন।