জাতীয় ছাত্রসমাজ রংপুর কারমাইকেল কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্যের কমিটিতে কামরুজ্জামান কামরানকে আহ্বায়ক ও মামুনুর রহমান মামুনকে সদস্যসচিব করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক ফকির আল মামুন এ তথ্য জানিয়েছেন।
জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইব্রাহীম খান জুয়েল ও সম্পাদক আল-মামুনের স্বাক্ষরিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন রেজোওয়ানুর রহমান সৌধ, মেহেদী হাসান রাব্বী, কমল কান্ত রায়, জীবন চৌধুরী, ইসমাইল হোসেন, এমদাদুল হক ইমন, শেখ যাদু, মিনহাজুল ইসিলাম, এম এইস প্রিন্স ও শাহীন সালমান।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অনিক, শহিদুল ইসলাম, পল্লব রায় রোহিত, সুমন রায়, আল মোবিন আলফি, মোস্তাফিজুর হেসেন, রফিকুল ইসলাম মরফিক ও নাঈম হোসেন।
নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কারমাইকেল কলেজ শাখা ও আবাসিক হলের নিয়মিত কমিটি গঠন করতে বলা হয়েছে।