বিভিন্ন শহর থেকে সম্প্রতি লকডাউন তুলে নেওয়ার পর দেড় বছরের বেশি সময় পর আজ খুলে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সীমান্ত। এখন থেকে দেশটির নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও ক্যানভেরার টিকা নেওয়া নাগরিক এবং স্থায়ী বাসিন্দারা কোয়ারেন্টিন ছাড়াই যেকোনো দেশে যেতে পারবেন এবং অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন। কোয়ারেন্টিন ছাড়া নিউজিল্যান্ড থেকেও অস্ট্রেলিয়া ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা।
গতকাল এ তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার পর্যটনমন্ত্রী ড্যান তেহান।
করোনার কারণে গত বছরের ২০ মার্চ বন্ধ করে দেওয়া হয় অস্ট্রেলিয়ার সীমান্ত। এখন নিউজিল্যান্ড থেকে টিকা নেওয়া পর্যটকেরা অস্ট্রেলিয়া যেতে পারবেন। তবে এক জরিপ বলছে, অস্ট্রেলিয়ানদের মধ্যে বিদেশে ভ্রমণ করার আগ্রহ কমে গেছে।