আগামীকাল বুধবার থেকে ১২ জানুয়ারি পর্যন্ত রাজশাহী কলেজিয়েট স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হবে ৪১ তম বিসিএস পরীক্ষা। এ জন্য কেন্দ্রটির চারপাশে ২০০ গজের মধ্যে চারজনের বেশি একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
গতকাল সোমবার দুপুরে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করেন। নিষেধাজ্ঞায় আরও বলা হয়, পরীক্ষা কেন্দ্রের চারপাশে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হলো। পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনের ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।