হোম > পরিবেশ

মোংলার শিল্পাঞ্চল থেকে চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলা বন্দরের শিল্পাঞ্চলের ইপিজেড এলাকা থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার সকালে ইপিজেডের প্রধান গেটের সামনে থেকে হরিণটি উদ্ধারের পর সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়েছে। 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, মঙ্গলবার সকালে বন্দর শিল্পাঞ্চলের ইপিজেড এলাকায় একটি অসুস্থ চিত্রা হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইপিজেডের প্রধান গেটের সামনে থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হরিণটি অসুস্থ ছিল। সেটির বাম পা, পেট ও দাঁতে ক্ষত চিহ্ন রয়েছে। সম্ভবত লোহার তারে বেঁধে এ ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটিকে বেলা ১১টার দিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। 

সুন্দরবনের হরিণ লোকালয় থেকে উদ্ধারের বিষয়ে বন কর্মকর্তা আজাদ কবির বলেন, শুনেছি ৮ / ৯ মাস আগে এই হরিণটি জোয়ারের সময় বনের ঢাংমারী এলাকা থেকে নদী সাঁতরে বন্দর এলাকার পিকনিক কর্নারে চলে আসে। এরপর থেকে বন্দরের বিভিন্ন এলাকার ঝোপঝাড়ের মধ্যে বিচরণ ছিল হরিণটির। বন ছেড়ে প্রায় ৮ / ৯ মাস লোকালয়ের বিভিন্ন ঝোপঝাড়ে থাকার পর হয়তো মানুষ কিংবা অন্য কোন প্রাণীর তাড়া খেয়ে কাঁটাতারে বেঁধে আহত হয় হরিণটি। আহত হয়ে চলাচল অক্ষম হয়ে পড়লে ওই হরিণটি রাস্তার ওপর থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চিত্রা হরিণটির বয়স প্রায় ৫ বছর। আর ওজন প্রায় ২৫ কেজি। 

এদিকে বন্দর শিল্প এলাকা থেকে হরিণ উদ্ধারের খবরে বিপুলসংখ্যক উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় জমান সেখানে। 

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি

বেড়েছে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস